• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

যশোর-বেনাপোল সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, হেলপার নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৬
যশোর-বেনাপোল সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, হেলপার নিহত
ছবি : সংগৃহীত

যশোরে লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হানিফ (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর-বেনাপোল সড়কের গাজীরদর্গা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ সদর উপজেলার পুলেরহাট এলাকার মৃত মশিয়ার রহমানের ছেলে।

যশোর বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বেনাপোল যাচ্ছিল। পথিমধ্যে গাজীরদর্গা তেলের পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের হেলপার হানিফ রস্তার ওপরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসক নাজমুল হাসন বলেন, রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার নিহত, চালক আহত
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত