• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সাভারে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩
সাভার মডেল থানা
ছবি: সংগৃহীত

সাভারে ফুয়াদুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত ও তার ছেলে আশিকের (২) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে আমিনবাজার বড়দেশী রুপালি সৈকত হাউজিং সোসাইটির একটি গরুর ফার্ম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, বছরখানেক আগে আমিনবাজার বড়দেশী রূপালী হাউজিং সোসাইটির প্লটটিতে বসবাস শুরু করেন ফুয়াদুল ও তার ছেলে আশিক। এ সময় প্লটটিতে একটি গরুর ফার্ম গড়ে তোলেন তিনি। কয়েকদিন ধরে লোকটি ও তার সন্তানকে ফার্মে দেখা যায়নি। ফার্মের রাখাল রোববার গরুগুলো বিক্রি করতে চাইলে এলাকাবাসী তাতে বাধা দেন। এরপর সোমবার সকালে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে এলাকাবাসী ও পুলিশ ফুয়াদুল ও তার ছেলে আশিকের মরদেহ উদ্ধার করে।

এদিকে বিষয়টি জানাজানির পর রাখালকে খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাখাল তাদের ২ জনকে মেরে টাকা নিয়ে পালিয়েছে।

খবর পেয়ে ফুয়াদুল ইসলামের বোন ঘটনাস্থলে এসে মরদেহ দুটি সনাক্ত করেন। এ সময় তিনি জানান, নিহত ফুয়াদুল বছর খানেক আগে শিশু আশিককে নিয়ে বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসেন। এরপর এখানে বসবাস শুরু করেন। কিছুদিন আগে গ্রাম থেকে জমি বিক্রির ১৫ লাখ টাকা নিয়ে আসেন এখানে প্লট কেনার জন্য। সকালে শুনতে পাই ভাই ও ভাইয়ের ছেলেকে মেরে ফেলা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার