• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫১
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে নামে বড় বোন। কিন্তু শেষ পর্যন্ত আর ভাইকে বাঁচানো হলো না তার। পানিতে ডুবে মারা যায় দুই ভাই-বোনই।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০)। তারা ওই এলাকার রবিউল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানায়, বিকেলে সিফাত ও রিয়ামনি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে ছোট ভাই সিফাত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বোন রিয়া মনি পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে ছেলে সিফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবার ও আশপাশের লোকজন পুকুরে নেমে মরদেহ উদ্ধার করে। এদিকে পুকুর পাড়ে রিয়া মনির পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার মরদেহও পুকুরে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করেন। পরে জাল টেনে পুকুর থেকে রিয়া মনিরও মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কুড়িগ্রামে ২ যুবদল নেতা বহিষ্কার
ট্রাকচাপায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের