ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:২৩ এএম


loading/img
প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীর চরখানপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

উদ্ধারকৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তারা দুজনাই একই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছি। সকালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি। 

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে ওঠে। পরে আমরা তাদের মরদেহ বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের অপারেটর আবদুর রাকিব বলেন, দুই জনের মরদেহ উদ্ধারের কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |