• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ময়মনসিংহে বহিষ্কৃত বিএনপি নেতার নামে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬
ময়মনসিংহে বহিষ্কৃত বিএনপি নেতার নামে মামলা
ছবি : সংগৃহীত

সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দ।

এ দিকে দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বহিষ্কার আদেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের একাধিকবার সতর্ক করা হয়। এতেও দমেননি তারা। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে দলের শীর্ষ নেতৃত্ব।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢেলে সাজানো হচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ
বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ঢল
ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত
বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ