• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি, হত্যা মামলায় গ্রেপ্তার ৬

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি, হত্যা মামলায় গ্রেপ্তার ৬
ছবি : সংগৃহীত

ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার মোহাম্মদ মমতাজুল হকের ছেলে আওয়ামী লীগ নেতা মো. এনামুল হক, সদর উপজেলার মোটবী এলাকার মো. হানিফের ছেলে মো. আলাউদ্দিন, শহরের বারাহীপুর এলাকার মৃত মো. সাদেকের ছেলে যুবলীগ কর্মী শাহাদাত হোসেন শাহীন এবং পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শিহাবসহ ছয়জন।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, মামলা দায়েরের পর গত কয়েক দিন ধরে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মহিপালে নিহতের ঘটনায় এখন পর্যন্ত ফেনী মডেল থানায় ছয়টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলার সদ্য সাবেক ৩ সংসদ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ ১ হাজার ৯২৪ জনকে আসামি করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা