• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাবার সঙ্গে অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫
বাবার সঙ্গে অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়।

এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে কথা বললে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানিনা।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ১৬ মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে আইরিন সুলতানা নিপা (২০)। সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার