• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বন্যাদুর্গত ৬০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে বন্যাকবলিত ৬০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাঞ্চানগর, হোগল্ডোহরী এবং মজুপুর এলাকায় বন্যাকবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় রেড ক্রিসেন্ট এর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

এর আগে বন্যার শুরু থেকে জেলার বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আইএফআরসির হেড অফ ডেলিগেট মি. আলবারটো, সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক।

এ সময় সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভয়াবহ এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করে সেটি কাটিয়ে উঠতে আমাদের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপদ খাবার পানি বিতরণসহ সবধরনের সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছে। এখন বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করা হচ্ছে। পানি নেমে গেলে পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সোসাইটি। এজন্য দোয়া চেয়ে দুঃস্থ মানুষের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সোসাইটির এই প্রধান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: শায়খে চরমোনাই
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল হত্যায় আটক ৩
লক্ষ্মীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু