• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কিশোরগঞ্জে বাস উল্টে খাদে, আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-নান্দাইল উপজেলার আজিজুল (৩০), রিয়াদ মিয়া (২০), নাজমুল হক (২০), জিল্লু মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার উত্তর পানান গ্রামের আবদুল করিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা জলসিঁড়ি এক্সপ্রেস (প্রা.) লিমিটেডের একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন ছিলেন। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হোসেনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ