ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৬:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে রাত তিনটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।

বিজ্ঞাপন

এর আগে, রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে দুটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে ১টি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে মৃতদেহ ভেসে উঠলে চর খানপুর এলাকা থেকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজুকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর রাতে সবুজ ও ফারুককে একই এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে চর মাঝার দিয়ার এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে তাদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |