• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রামেবির জনসংযোগ কর্মকর্তা জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে ২০২১ সালের ২৭ মে অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির উপাচার্য নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। এরপর থেকে মাঝেমধ্যেই রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করাতে তার দপ্তরে যাচ্ছিলেন। সবশেষ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

তারপর সেখানে গিয়ে দেখা যায়, উপাচার্যের দরজায় একটা কাগজে লেখা বিনা অনুমতিতে এ জেড এম মোস্তাকের প্রবেশ নিষেধ। যদি প্রবেশ করতে দেখা যায় তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দেওয়া হবে। আদেশক্রমে কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদত্যাগ
মহাদেবপুরে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম