হিলিতে কমেছে শুকনো মরিচের দাম
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে শুকনো মরিচের দাম। কেজিপ্রতি ৬০ টাকা কমে বর্তমানে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০০ টাকা দরে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে শুকনো কিনতে আসা রিয়াজুল হাসান বলেন, গত ১৫ দিন আগে আমি হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসছিলাম তখন দাম বেশি ছিল। বর্তমানে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা দাম কমে গেছে। যার জন্য ৫ কেজি শুকনো মরিচ কিনলাম। শুধু শুকনো মরিচের দাম কমলেই হবে না, বাজারে সব জিনিস পত্রেরই দাম কমতে হবে। তাহলে আমরা সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তিতে থাকতে পারবো।
হিলি বাজারে শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশের বিভিন্ন মোকামে শুকনো মরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। প্রতি মণে প্রকারভেদে ১০ থেকে ১২ হাজার টাকা বিক্রি হলেও বর্তমানে ৭ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে খুচরা বাজারে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
মন্তব্য করুন