• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ফটিকছড়িতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৫
ছবি : আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধে বউ তালাকের জেরে দুই প্রবাসী সহোদর ভাইকে কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের তেল পারই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— আলমগীর (৪০) ও তার ভাই জাহাঙ্গীর (৩৫)। নিহতরা ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবারিক কলহের জেরে রেজাউল করিমসহ তার তিন ভাইয়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী এবং মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন রেজাউল করিম। এই ঘটনা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপর ক্ষিপ্ত হন তারা তিন ভাই।

পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলে রেজাউল করিম ও রাসেল পালিয়ে যান। কিন্তু আলমগীর ও জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করে স্থানীয়রা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিহতরা চার ভাই ছিল তাদের মধ্যে এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় এলাকাবাসীর সঙ্গে তাদের ঝগড়া হয় এক পর্যায়ে এলাকাবাসীর সঙ্গে তাদের মারামারিতে দুই ভাই নিহত হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি
মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর