• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের সেবায় ‘আদ-দাওয়াহ বাংলাদেশ ও মারকাযুল ফুরকান ফাউন্ডেশন’

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪
ছবি: সংগৃহীত

হঠাৎ ভারতের বাঁধ খুলে দেওয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ। বিশেষত ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লাসহ অন্তত ১৩টি জেলার মানুষ এই বন্যায় অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অসংখ্য মানুষ ও সংগঠন। পিছিয়ে নেই আলেম-ওলামা ও ইসলামি দাতব্য সংস্থাগুলোও। এমনই একটি সংস্থা ‘আদ-দাওয়াহ বাংলাদেশ’। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অস্থায়ী ক্যাম্প করে ‘আদ-দাওয়াহ বাংলাদেশ, মারকাযুল ফুরকান ফাউন্ডেশন’ আনুষ্ঠানিকভাবে তাদের উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ শুরু করে। একইসঙ্গে এখানে তাদের সাথে যৌথভাবে বন্যার্তদের সেবায় কাজ করছে রেডিও একাত্তর, ত্বোহা জিন্নুরাইন ফাউন্ডেশন ও আশ-শরইয়্যা ফাউন্ডেশন।

ইতোমধ্যে ফাউন্ডেশনের কর্মীরা বন্যার ভয়াবহতায় হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযানসহ ভেসে আসা একাধিক লাশও দাফন করেছেন। লাশগুলোর মধ্যে একজন শিশু, দুজন পুরুষ ও একজন নারী ছিলেন।

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, বুড়িচং, দেবিদ্ধার, চৌদ্দগ্রাম ক্যান্টনমেন্টসহ আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় গত ছয় দিন ও নোয়াখালী মাইজদী তালীমুস সুন্নাহ মাদরাসায় একটি অস্থায়ী ক্যাম্প করে তিন দিন শুকনো ও রান্না করা খাবারের সমন্বয়ে ৫ থেকে ৬ হাজার লোকের খাবার বিতরণ ও পরশুরামে ৫ শতাধিক মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেট বিতরণ করা করেছে ‘আদ-দাওয়াহ বাংলাদেশ ও মারকাযুল ফুরকান ফাউন্ডেশন।

এ প্রসঙ্গে আদ-দাওয়া বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী বলেন, আদ-দাওয়া বাংলাদেশ, মারকাযুল ফুরকান ও রেডিও একাত্তর এর যৌথ উদ্যোগে প্রতিদিন কর্মিরা ৫-৬টা টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধারাবাহিকভাবে ত্রাণ কর্যক্রম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন ও আর্থিক সহযোগিতায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া মারকাযুল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, আমাদের পরবর্তী কার্যক্রম হলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পূর্ণবাসনের ব্যবস্থা করা।

রেডিও একাত্তরের সিনিয়র আলোচক মুফতী মুয়াবিয়া আল হাবীবী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেমন ছিলাম, আমরা পূনর্বাসনেও তাদের পাশে সম্মিলিত ভাবে থাকবো ইনশাআল্লাহ।

ত্রাণ সহায়তা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ভিক্টোরিয়া কলেজ মসজিদের সম্মানিত খতিব মাওলানা মামুন মুস্তফী, নোয়াখালী মাইজদী তা’লিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা গাজী আল মাহমুদ, মুফতি রফি উদ্দিন মাহমুদ নুরী, আশ-শরইয়্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমী, মাওলানা ইমাদ উদ্দিন ও ত্বহা জিন্নুরাইন ফাউন্ডেশনের মাওলানা হাবিবুল্লাহ মিসবাহকে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করেছেন আদ-দাওয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী।

এ ছাড়াও ত্রাণ কার্যক্রমে সর্বক্ষণ নিয়োজিত ছিলেন মাওলানা আবুল বাশার রেজওয়ান, মুফতি ফয়জুল্লাহ কুমিল্লা, মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, মাওলানা আহসানুল্লাহ জাকি, মাওলানা ইমদাদ, হাফেজ নাজমুস সালেহীন, হাফেজ মারূফ বিল্লাহ, হাফেজ আল-আমিন প্রমুখ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উদ্যানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার
সাঁথিয়ায় গলা কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার