• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অষ্টগ্রামে বজ্রপাতে জেলে নিহত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১
অষ্টগ্রামে বজ্রপাতে জেলে নিহত
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক জেলে নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া গত মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে তার শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল উত্তোলন করতে যান হাওরে। হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।

পরে স্বজনরা ও অন্য মৎস্যজীবী নৌকার জেলেরা মিলে অনেক খোঁজাখুজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকর আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে নিহত ১
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের