• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে দোকানের বকেয়া নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।

সংঘর্ষে নিহতের নাম আমির হোসেন (৭০)। এ সংঘাতে আরও ১০ জন আহত হয়েছেন।

এর আগে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর কাইতগাঁও গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ বলেন, রাজাপুর কাইতগাঁও গ্রামের তোফাজ্জল মিয়ার কাছে ব্যবসায়ী জলিল মিয়ার কিছু টাকা পাওনা ছিল। রাতে এ নিয়ে ২ জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল পক্ষের আমির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানি তরুণীর মামলা
যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
হবিগঞ্জে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার