• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯
জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার
ছবি : আরটিভি

সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি আলোচিত সামিরুল মণ্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

তিনি বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামিরুল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তাকে কুষ্টিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যান।

ওইসব পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় সেনা অভিযান, অস্ত্রসহ আটক ২
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত একজ‌নের মৃত্যু
৪১ ঘণ্টা পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন