• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫
তেঁতুলিয়া মডেল থানা
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়াগছ এলাকায় এ ঘটনাটি ঘটে।

তানভিরের বাড়ি চুটচুটিয়াগছ গ্রামে। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। একপর্যায়ে মাঠের উত্তর পাশে থাকা পুকুরে তাদের মধ্যে দুইজন গোসল করতে নামে। পরে তাদের দেখে তানভীরও পুকুরে নামে গোসল করার জন্য। কিন্তু তানভীর সাঁতার না জানায় সে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দেয়।

এরপর পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করা হয়। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক তদন্ত আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড