• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক নিহতের স্বামী মো. আল আমিন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় স্পিড ব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থে‌কে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন।

আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু