• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বাগেরহাটে আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৩
অস্ত্র ও গুলি
ছবি: আরটিভি

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মস্থানবিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্ধুকটিকে লাইসেন্স করা বলে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা।

এ ছাড়া বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশ কিছু টাকা জব্দ করা হয়। কলেজসংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশ কিছু রসিদও উদ্ধার করা হয়।

অভিযানের সময় বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেজ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সরদার ও বাগেরহাট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাননি পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার
আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস