• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫০
ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে, অনিয়মকারীদের ছাড় নেই।

বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না। এখনও শহরে পানি জমে আছে। সার্কিট হাউজের সামনে দিয়ে আসার সময় দেখলাম সেখানেও পানি জমা। আমি জেনেছি, নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এর জন্য দায়ী অবৈধ স্থাপনা।

তিনি আরও বলেন, খাল ও নালা দখল করে অনেক নেতা অবৈধভাবে খামার করেছে, দোকানপাট করেছে। এসব উচ্ছেদ করতে হবে। তা না হলে নোয়াখালীর জলাবদ্ধতা শেষ হবে না। আমি জেলা প্রশাসককে এ বিষয়ে বলেছি। আশা করছি, তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার
সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজ উদ্দিনের জামিন স্থগিত থাকবে
আ.লীগ আমলে করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’