• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৪
বিরামপুর থানা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে গেলে তাতে চাপা পড়ে গনেশ (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

গনেশ পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন বাসড্রাইভার।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় গ্যাসসিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ভ্যানের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাবুল (৬০) ও বাবু (২১) নামে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ
হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর