• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৪
বিরামপুর থানা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে গেলে তাতে চাপা পড়ে গনেশ (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

গনেশ পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন বাসড্রাইভার।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় গ্যাসসিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ভ্যানের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাবুল (৬০) ও বাবু (২১) নামে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু