• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

খাটের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৯
চিতলমারী থানা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের খাটের (চৌকির) নিচ থেকে খাদিজা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজার আপন মা দেড় বছর আগে অন্যত্র বিয়ে করেছেন। মাস খানেক আগে তার বাবা তুহিন শেখ আয়শা খাতুনকে বিয়ে করেছেন। আর বিয়ের এক মাসের মাথায় খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় বলেন, বুধবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তুহিন শেখের মেয়ে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার