• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিদেশি পিস্তলসহ সাবেক পৌর মেয়রের সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫
ছবি : আরটিভি

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ মো. লিটন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বাগমারা উপজেলার ভবানিগঞ্জ পৌর এলাকার গাঙ্গোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, একাধিক মামলার আসামি ভবানিগঞ্জের সাবেক মেয়র আব্দুল মালেককে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করতে মেয়রের ডান হাত হিসেবে পরিচিতি এই লিটন। মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্রসহ অবস্থান নেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লিটনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার সঙ্গে আর কে কে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসপি আরও জানান, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের সাড়ে ছয়শো রাউন্ড গুলি লুট হয়েছে, সারা দেশের বিভিন্ন থানা থেকেও অস্ত্র লুট হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা মতো জেলার লাইসেন্সধারী ১৫৮টি আগ্নেয়াস্ত্রও জমা পড়েনি। সেই সব অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন
কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহান উদ্দিন গ্রেপ্তার