বিএনপি নেতাকে ২০২২ সালে হত্যার হুমকি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দীনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল মিন্টু। অভিযোগ আমলে নিয়ে বিচারক জাকিয়া সুলতানা সাতদিনের মধ্যে শার্শা থানার ওসিকে এটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে শার্শার শ্যামলগাছী গ্রামের আওয়ামী লীগ নেতা কবির উদ্দীন তোতা, একই গ্রামের চার ভাই রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম ও নজরুল ইসলামের নাম রয়েছে।
মামলায় মিন্টু উল্লেখ করেন, ২০২২ সালের ২৫ অক্টোবর শেখ আফিল উদ্দীনের নির্দেশে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে অফিসে হামলা চালায়। এ সময় আসামিরা তার গলায় দা ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি দেয়।