• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১
ফাইল ছবি।

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। স্রোতে ভেসে যাওয়ার সময় চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজের নাম মোহাম্মদ সজীব (২৬)। তিনি ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের শোর-চিৎকারে লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুজন ভেসে যেতে থাকে।

তিনি আরও জানান, পরে লাইফগার্ড কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজন ভেসে যায়। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দিনে সমুদ্র সৈকতে ভেসে এলো ৬ জেলের মরদেহ
কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ
কক্সবাজারে ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ
সৈকতে তরুণীকে কান ধরে ওঠবস করানো যুবক ডিবি হেফাজতে