• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২০
ছবি : আরটিভি

চট্টগ্রামের চন্দনাইশে নানাবাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে সাবিতুল আলম নামের ৭ বছরের একটি শিশু।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবিতুল আলম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রবাসী শামসুল আলমের ছেলে।

জানা যায়, পাঁচ দিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। দুপুরে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় হানিফ গাড়িটি আটক করে এলাকাবাসী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুপুরে দোহাজারী দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের