• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০
কাশিয়ানী থানা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে এ ঘটনা ঘটে।

কানাই কাশিয়ানী উপজেলার তারইল গ্রামের পুর্ণেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ের শিক্ষক।

কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর মহাসড়ক থেকে লিংক রোডে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে কানাই বিশ্বাস রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২