• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে কয়েকটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিচ্ছিন্ন বগিগুলো রেললাইন থেকে ছিটকে না পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী।

সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস ট্রেন। এটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা অতিক্রমের সময় ইঞ্জিনের হুক ভেঙে ট্রেনের ৭-৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিকট শব্দে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের ইঞ্জিন গেল ৪০০ গজ দূরে বিকট শব্দে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের ইঞ্জিন গেল ৪০০ গজ দূরে
এতে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ঢাকা মুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী দলের সদস্যরা আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো যুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্টেশন মাস্টার নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিচ্ছিন্ন হওয়া বগিগুলোতে ৪-৫ শতাধিক যাত্রী ছিল। তবে তারা কেউ হতাহত হয়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের 
সবচেয়ে বড় নিলাম বুধবার
অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল মরদেহ