• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৮
ছবি : আরটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ নামের উনিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের মেহের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মাহাদী ওই বাড়ির মো. ফয়সাল হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ ঘরেই খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক ফাঁকে শিশুটি পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর স্বজন আরশাদ হোসেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ
চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ