• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৫
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জ বন্দরে চোর আখ্যা দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পল্টন (৩৫) মৃত সাইদুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় পল্টনের বড় বোন নুরুন্নাহার বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন খোকন মিয়া, নাঈম, ফয়সাল, জয়, আকিল, রিজমণি, আম্বিয়া, আরাফাত ও শিপলু। পুলিশ জড়িত থাকার সন্দেহে লিপি বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবারের দাবি, পল্টন মানসিক ভারসাম্যহীন যুবক। রাস্তায় মানুষের কাছ থেকে ১০-২০ টাকা চেয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে এলাকার খোকন মিয়া ও নাঈমসহ অন্যরা পল্টনকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করেন। একপর্যায়ে পুকুরে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ইতোমধ্যে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন
যারাই ফ্যাসিবাদের পক্ষে তরুণরা তাদেরই বিপক্ষে: হাসনাত
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার