• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৭
ছবি : আরটিভি

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তালেব (৩০) নামে এক যুবক। পরে গণপিটুনিতে তালেবের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, তালেব মিয়া (৩০), আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। ছাত্তার ও আসাদুল সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেব মিয়ার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারাল অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপায়। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামড় খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে সাপুড়ে
চার বছরে ১৬০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে ভূঞাপুর ব্লাড ব্যাংক
সিলিং ফ্যানে ঝুলছিল দাখিল পরীক্ষার্থীর মরদেহ
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা