• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নাটোরে পলকের বিরুদ্ধে আরও এক মামলা

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮
পলক
সংগৃহীত

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় আরও একটি মামলা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মামলাটি করেন তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রচারণায় বিএনপি নেতাদের ওপর হামলা-মারধর-মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয়।

মামলায় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রচারণায় রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা-মারধর-মোটরসাইকেল ভাঙচুর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ জনকে আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্টকে মারধর ও বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগে সিংড়া থানায় আরও দুটি পৃথক মামলা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
৫২৪ কর্মী নিয়োগ দেবে ডাক বিভাগ
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা