• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শরীয়তপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১
ফাইল ছবি

শরীয়তপুরের শৌলপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার শৌলপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শৌলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত সরদার, আব্দুর রশিদ সরদার, দোলন সরদার, আব্দুর রব সরদার ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হাওলাদার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলামের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির সমর্থক রফিক হাওলাদারের বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম বলেন, রফিক হাওলাদারের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। এই বিষয় নিয়ে একাধিকবার দরবার-সালিশ হয়েছে। গতকাল বুধবার আমাদের বাড়িতে সালিশ বসার কথা ছিল। কিন্তু তারা না এসে আমাদের পক্ষের বাদশা হাওলাদার ও মনির হাওলাদারকে মেরে আহত করে।

অপরপক্ষের বিএনপির সমর্থক হৃদয় হাওলাদার অভিযোগ করে বলেন, লিয়াকত হাওলাদারের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে। তদন্ত করলেই সব ঘটনা বের হয়ে আসবে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে: ড. মাহাদী আমিন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল