• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আড়াই বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় রাজু আহমেদ নামের এক কৃষকের আড়াই বিঘা জমির ১ হাজার পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের মাঠে কৃষকের পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

কৃষক রাজু আহমেদ একই এলাকার আজিজুল হকের ছেলে। এ বিষয়ে কৃষক রাজু আহমেদ দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কৃষক রাজু আহমেদ জেলার দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের আত্তাবের কাছ থেকে তিন লাখ টাকায় আড়াই বিঘা জমি তিন বছরের জন্য লীজ গ্রহণ করেন। লীজ নেওয়ার পর ওই জমিতে পেঁপে চাষ শুরু করেন। পেঁপে গাছের বয়স বর্তমানে ৬ মাস পার হয়েছে। আর কয়েকদিন গেলেই গাছের পেঁপে বিক্রি করা যেতো। এরই মধ্যে আজ সকালে স্থানীয় কয়েকজন মিলে কৃষক রাজুর পেঁপে বাগানের প্রায় ১ হাজার গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে কৃষকের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক রাজু আহমেদ জানান, সকালে বাগানে এসে দেখি একই গ্রামের বিপুল, ফরহাদ, কাদেরসহ বেশ কয়েকজন মিলে আমার পেঁপে বাগানের গাছ গুলো কেটে দিয়ে চলে যাচ্ছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেলসহ পেট্রোল জ্বালিয়ে যুবককে হত্যা, নেপথ্য কারণ জানা গেল
চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার 
মেয়াদোত্তীর্ণ জুস খেয়ে ২ শিশু হাসপাতালে, প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে সার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা