• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯
ছবি: সংগৃহীত

নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকায় ওই নেতার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। পরে শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়। তবে সেসময় সেখানে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে: দুলু  
চুরি করতে দেখে ফেলায় ভবঘুরেকে হত্যা
ভালোবাসার ১৪ বছর, নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫