হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে সজনে ডাঁটা
দেশের বাজারে চাহিদা থাকায় সাড়ে পাঁচ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় দুটি ট্রাকে ১৫ টন সজনে ডাঁটা আমদানি করা হয়। হিলির স্থলবন্দর এলাকার ফাতেমা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক এলাকা থেকে এসব সজনে ডাঁটা আমদানি করছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।
হিলি স্থলবন্দর আমদানিকারক ফাতেমা এন্টারপ্রাইজের প্রতিনিধি বলেন, দেশের বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে আবারো সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে দুটি ট্রাকে ১৫ টন সজনে ডাঁটা আমদানি করা হয়েছে। আগামী সপ্তাহে আরও বেশি করে আমদানি করা হবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ভারত থেকে আমদানির জন্য ১০০ টন সজনে ডাঁটা এলসি করেছে আমদানিকারকরা। এসব সজনে ভারতের নাসিক থেকে আমদানি করা হবে।
মন্তব্য করুন