• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিলে ভাসছিল যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০
বিলে ভাসছিল যুবকের মরদেহ
ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম আবুল বাশার (২২)। তার বাড়ি ময়মনসিংহে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সোনাইমুড়ীর বরলা এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দুধনই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশের একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায় লোকজন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তার পরনের লুঙ্গিতে গুজানো থাকা মোবাইলের সূত্র ধরে পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সে এ এলাকায় শ্রমিকের কাজ করত। ধারণা করা হচ্ছে বন্যার সময় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, মৃতদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ঘটনাটি ৩–৪ দিন আগের হবে। ময়মনসিংহ থেকে নিহতের পরিবারের সদস্যরা আসছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
‘পুষ্পা টু’ শোয়ের পর হল থেকে উদ্ধার যুবকের মরদেহ
১১ বছর পর শিবিরকর্মীর লাশ উত্তোলন