• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩২
শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত
ছবি : আরটিভি

শরীয়তপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুর জেলার ১২ শহীদ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুর রব হাসেমী।

জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এ সময় প্রধান অতিথি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।’

এ সময় শহীদ পরিবারের সম্মান রক্ষায় ছবি না তোলার অনুরোধ জানান হামিদুর রহমান আজাদ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 
শরীয়তপুরে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কাজে ফিরলেন চিকিৎসকরা
শরীয়তপুরে হাসপাতালে রোগীর স্বজনদের হামলা, জরুরি সেবা ছাড়া সব বন্ধ
ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ৩ সহকারী শিক্ষক বরখাস্ত