• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩২
শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত
ছবি : আরটিভি

শরীয়তপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুর জেলার ১২ শহীদ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুর রব হাসেমী।

জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এ সময় প্রধান অতিথি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।’

এ সময় শহীদ পরিবারের সম্মান রক্ষায় ছবি না তোলার অনুরোধ জানান হামিদুর রহমান আজাদ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন
জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি: নজরুল