• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নেত্রকোণায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫১
নেত্রকোণায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
ছবি : সংগৃহীত

নেত্রকোণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দিনগত রাতে অভিযানের সময় পুলিশের অস্ত্রটি উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

এ বিষয়ে নেত্রকোণায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার বলেন, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর একটি দল পূর্বধলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করা হয়। ওই এলাকার নামাজ পড়ার ছলে কেউ একজন মসজিদের এক অস্ত্রটি রেখে যান। পূর্বধলা ক্যাম্প কমান্ডার লে. আকিব অস্ত্রটি উদ্ধার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গত ৪ আগস্ট শ্যামগঞ্জ বাজারে একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এ সময় আমাদের দায়িত্বরত অফিসারের কাছ থেকে অস্ত্রগুলো লুট করা হয়। আমরা ৭টি অস্ত্র উদ্ধার করেছি। আরেকটি অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ
ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩ 
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ