• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নিখোঁজ অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের ঘুড়কা থেকে নিখোঁজের দুইদিন পর মুঞ্জিল শেখ (৫০) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোভ্যানচালক মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুঞ্জিল দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশের দেশ ইটভাটায় হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ইটের ভাটায় হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ