• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতাবিষয়ক দিনব্যাপী কর্মশালা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
ছবি : আরটিভি

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতাবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় ‘সাপ্তাহিক হাতিয়ার কথা’র আয়োজনে হাতিয়া প্রেস ক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহর সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন হাতিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক জিএম ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন তুহিন, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মাও. ফয়েজুল বারী তারিফ।

প্রশিক্ষণে সাংবাদিকতার কলাকৌশল, ফিচার লেখার কায়দা-কানুন, সাংবাদিকতার নীতিমালা ও সাংবাদিকের আচরণবিধি, উন্নয়ন সাংবাদিকতা ধারণা ও কৌশল এসব আলোচ্য বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

পত্রিকাটির সম্পাদক কেফায়েতুল্লাহ বলেন, দ্বীপ হাতিয়ায় সাংবাদিকতা চর্চায় আগ্রহী মেধাবী তরুণ শিক্ষার্থীদের সাংবাদিকতা শেখানো হবে। যাতে করে সৎ দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক তৈরি হয়।

প্রশিক্ষণ শেষে হাতিয়ার কথার সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ শাহ মিজানুল হক মামুন।

তিনি হাতিয়ার কথার মাধ্যমে প্রশিক্ষিত সাংবাদিক তৈরির উদ্যোগের প্রশংসা করেন।

প্রশিক্ষণে হাতিয়ার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের শিক্ষানবিশ প্রতিনিধিরা সহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিহীনদের জমি বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি 
হাতিয়ায় নানা অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ
হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসভা
মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা