• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের সংঘর্ষ

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০২
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে একটি জাহাজের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষে জাহাজ দুটির বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নোঙর করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক (নৌবিভাগ) ফরিদুল আলম বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পানামার পতাকাবাহী এমভি ন্যাভিয়াস চেলেশিয়াল জাহাজটি বন্দরের আলফা অ্যাংকরেজে নোঙর ফেলার সময় সেখানে আগে থেকে নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের সামনের অংশে ধাক্কা দেয়। পরে এমভি ন্যাভিয়াস চেলেশিয়াল জাহাজের প্রপেলার ফ্রেন্ডলি আইল্যান্ডস জাহাজের নোঙরের আটকে যায়। এরপর খবর পেয়ে একটি লাইটার জাহাজের সহায়তায় জাহাজ দুটিকে সরানো হয়।

বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক (নৌবিভাগ) ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার পর জাহাজটির নোঙর অবস্থান পরিবর্তন করা হয়েছে। ওই স্থান থেকে সরানোর পর জাহাজ দুটি এখন নিরাপদ স্থানে নোঙর করেছে। সংঘর্ষে জাহাজ দুটির সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে নিয়োগ, কর্মী নেবে ৭৯
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নেবে ১৫৩ জন
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১