• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২০
ছবি : আরটিভি

ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাঈদুর রহমান স্বপন। তিনি শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকাল ৯ টার দিকে এক ব্যক্তির জানাজায় উপস্থিত হন সাঈদুর। সেখানে নিজের জীবনের সব ভুল-ত্রুটির জন্য তিনি সবার কাছে ক্ষমা চান। পরে বাজারে নাস্তা করতে যান। এসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, হামলাকারী দুই ব্যক্তি মোটরসাইকেলে বাজারে আসে। তারা সাঈদুর রহমানকে হত্যা করে পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজে এ হত্যার ঘটনায় জড়িত দুজনকে দেখা গেছে। তাদেরকে আটক করার জন্য পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, নিহত সাঈদুর রহমান স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। যিনি বর্তমানে জামিনে ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত, অ্যাম্বুলেন্স চালক আটক
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ