• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

ভারত এ দেশের গণবিপ্লবকে মেনে নিতে পারছে না: প্রিন্স 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৯
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কথায় প্রমাণিত হয়, বাংলাদেশের ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে পারছে না ভারত। এমন বক্তব্য শুধু উদ্বেগজনকই নয়, উসকানিমূলক। দেশে এমন পরিস্থিতি হয় নাই, যেখানে ভারতীয় সেনাবাহিনীকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। এ দেশের আধিপত্যবাদী শক্তির দোসর শেখ হাসিনার পতন ও পলায়নের পর এ দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। দেশ এখন অধিপত্যবাদ ও স্বৈরাচার মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ছাত্র গণবিপ্লবে পতিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ছাত্র গণবিপ্লবকে অসম্মানিত করেছে ভারত। তাই মনে করে বাংলাদেশের মানুষ। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং কাজী ফরিদ উদ্দিন পলাশের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আলী সাকিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, জেলা যুব দলের সহ সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আব্দুল গণি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি,উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ইউনিয়ন বিএনপি নেতা সারোয়ার হোসেনসহ প্রমুখ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতিত ফ্যাসিবাদ যাতে আবারও ফিরতে না পারে: ফখরুল
বিএনপির ৭ আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল