• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জামায়াতের সাধারণ ক্ষমা ঘোষণা, নাখোশ বিএনপির হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২
জামায়াতের সাধারণ ক্ষমা ঘোষণা, নাখোশ বিএনপির হারুন
ছবি: সংগৃহীত

সম্প্রতি জামায়াতের আমির এক অনুষ্ঠানে বিগত দিনে তাদের নেতাকর্মীদের ওপর যারা অন্যায় করেছেন তাদের প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা করেন। জামায়াতের এ সাধারণ ক্ষমার ঘোষণায় বেশ চটেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিএনপির প্রভাবশালী নেতা হারুন বলেন, রক্তের দাগ না শুকাতে কিভাবে আপনারা ক্ষমা করে দেওয়ার কথা বলেন। সাধারণ ক্ষমা ঘোষণার কে দায়িত্ব দিয়েছে আপনাদের।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। পালিয়ে গিয়ে আশ্রয় নিলে চলবে না, আমরা অতীতের মতো ট্রাইব্যুনাল গঠন করে নয় আন্তজার্তিক ট্রাইব্যুনাল গঠন করে এসকল অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। বিচার করে শাস্তি নিশ্চিত করতে চাই।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এ নেতা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তসিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আজ
বিএনপির সঙ্গে কোনো বিরোধ নেই: জামায়াতের নায়েবে আমির