• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

জঙ্গল থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২
ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে অস্ত্রটি হস্তান্তর করেন।

মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের বলেন, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ক্যাপ্টেন মো. রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শটগানটি গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া।

এছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল থেকে ম্যাগাজিনসহ অস্ত্রের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 
অন্তর্বর্তী সরকারকে সংস্কারে যৌক্তিক সময় দেওয়া হবে: মঈন খান
নরসিংদীতে ৬ বছরের শিশুকে হত্যা, একজনের যাবজ্জীবন