• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাজশাহীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১
ছবি : আরটিভি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাওসহ ছয়দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করতে হবে, এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করা। পাশাপাশি কারিগরি সেক্টরের সকল শূন্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

চতুর্থ শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স-সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কর্মসূচিতে সরকারি, বেসরকারি মনোটেকনিক, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক