• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৬
স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন
ছবি : আরটিভি

নওগাঁয় যৌতুকের জন্য স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে ফজিলাতুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরিবারের সদস্যরা জানান, যৌতুক বাবদ সাড়ে ৩ লাখ টাকার জন্য ওই গৃহবধূকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী গোলাম রাব্বানী ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় গত ২৭ আগস্ট সকালে আবারও তাকে যৌতুকের টাকার জন্য মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮দিন পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন, কুচক্রীদের অপপ্রচারের নিন্দা
চাকরিচ্যুতির প্রতিবাদে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালসের কর্মীদের মানববন্ধন
বিয়ের পরদিন সড়কে ঝরল যুবকের প্রাণ
নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন